New Update
/anm-bengali/media/media_files/ysTLTBkKxt2Tk3iiKUeB.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজের বক্তব্য রাখার সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই যে, ১০০ বছর আগে একটি সংগঠনের জন্ম হয়েছিল যার নাম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 'ব্যক্তি নির্মাণ সে রাষ্ট্র নির্মাণ' (ব্যক্তি গঠনের মাধ্যমে রাষ্ট্র গঠন) এই সংকল্প নিয়ে এবং 'মা ভারতী'-র কল্যাণের উদ্দেশ্যে স্বয়ংসেবকরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাই এক অর্থে, আরএসএস (RSS) হল বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন। এর পিছনে রয়েছে ১০০ বছরের আত্মনিবেদনের ইতিহাস।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4EAqDBFBKwMQ48bHjwNq.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us