/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজের বক্তব্য রাখার সময় প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন তিনি। তিনি বলেন,''তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মতো ক্ষেত্রগুলিতে দেশকে আত্মনির্ভর হতে হবে। এটি তথ্যপ্রযুক্তি এবং ডেটা-র যুগ। তাই দেশীয় অপারেটিং সিস্টেম, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/Gjoa7a4G9yGWCl3ite16.jpg)
এরপর তিনি বলেন,''সারা বিশ্বকে ভারতের সক্ষমতা সম্পর্কে জানাতে হবে। আমাদের ইউপিআই (UPI) প্ল্যাটফর্ম আজ সারা বিশ্বকে বিস্মিত করছে। আমাদের কাছে অবশ্যই এই সক্ষমতা আছে। আজ বিশ্বের মোট রিয়েল-টাইম লেনদেনের প্রায় ৫০ শতাংশই ভারতে হচ্ছে। আমাদের আর কারোর ওপর নির্ভর করতে হবে না। আমার দেশের জনতার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us