New Update
/anm-bengali/media/media_files/A2lqaFvZNiNwpso9QlK8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার আর মাত্র ১০০ থেকে ১২৫ দিন। তার পরেই তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে মোদী সরকার। আজ সংসদে জানিয়ে দিলেন সে কথা। এছাড়াও কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, “যেভাবে বিরোধীপক্ষ একটানা বিরোধী আসন ধরে রেখেছে, তার প্রশংসা না করে পারছি না। যে ভাবে আপনারা দশকের পর দশক সরকার দখল করে ছিলেন, একই ভাবে এখন বিরোধী বেঞ্চ দখল করে রেখেছেন। জনতা আপনাদের নিশ্চয়ই আশীর্বাদ করবে।আগামী নির্বাচনের পর কংগ্রেসের ঠাঁই হবে সংসদের ভিজিটর্স গ্যালারিতে।”
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us