হঠাৎ করেই উপরাষ্ট্রপতি ভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী মোদি ! কোনও বড় কারণ ?

কি কথা হল দুজনের মধ্যে ?

author-image
Debjit Biswas
New Update
maharashtra-new-governor-cp-radhakrishnan_202407778427

নিজস্ব সংবাদদাতা : আজ (সোমবার, অক্টোবর ২০, ২০২৫) সন্ধ্যায় উপরাষ্ট্রপতি এনক্লেভে (Vice-President’s enclave) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান (CP Radhakrishnan)। উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন,"উপরাষ্ট্রপতি এনক্লেভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে পেরে এবং তাঁর সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। ওনার সঙ্গে দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলাম।"

narendra modiio1.jpg

এই সাক্ষাৎকালে দুই শীর্ষ নেতা দীপাবলি উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করেন।