/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ দেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লায় জাতির উদ্দেশ্যে বার্তা দেওয়ার সময় জাতীয় সুরক্ষা প্রসঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''আগামী দশ বছরের মধ্যে, অর্থাৎ ২০৩৫ সালের মধ্যে, আমি এই দেশের জাতীয় সুরক্ষা ব্যবস্থাকে আরও প্রসারিত, শক্তিশালী এবং আধুনিক করতে চাই।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/QPAlwGsiii2oHtUjPWAh.jpg)
এরপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের 'সুদর্শন চক্র'-এর উদাহরণ টেনে বলেন, "ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা সুদর্শন চক্রের পথ বেছে নিয়েছি। খুব শীঘ্রই দেশের সুরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে 'সুদর্শন চক্র মিশন' চালু করা হবে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই 'সুদর্শন চক্র মিশন'-এর প্রধান লক্ষ্য হলো ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা। এই মিশনে দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার উপর জোর দেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us