ভারতের শক্তি এখন বিশ্বজুড়ে পৌঁছেছে ! আসাম থেকেই পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানকে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
modi

নিজস্ব সংবাদদাতা : এবার আসামের একটি জনসভা থেকে ফের একবার পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা দেখিয়েছি যে ভারতের শত্রুরা আর পৃথিবীর কোনও কোণেই নিরাপদ থাকবে না। নতুন ভারত কোনও  মূল্যেই তার নিরাপত্তা এবং আত্মসম্মানের সঙ্গে আপস করবে না।"

modi

এরপর আসাম প্রসঙ্গে তিনি বলেন,''আসামের সংস্কৃতির প্রতিটি দিকই অসাধারণ এবং ব্যতিক্রমী। সে কারণেই আমি বহুবার বলেছি যে, সেই দিন আর বেশি দূরে নয়, যখন দেশের শিশুরা 'এ ফর আসাম' পড়বে।''