/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ‘ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট’ সম্পর্কে নিজের বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের চরম আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের 'জামাত' ও 'খান মার্কেট গ্যাং' হিসেবে চিহ্নিত করে নরেন্দ্র মোদি বলেন, '' ১৫০ বছর আগে ব্রিটিশরা ‘ড্রামাটিক পারফরম্যান্স অ্যাক্ট’ নামের একটি আইন চালু করেছিল। আর স্বাধীনতার ৭৫ বছর পরেও সেই আইন বহাল ছিল। এই আইন অনুযায়ী, ১০ জনের বেশি লোক যদি কোনও বিয়েতে নাচত, তাহলে পুলিশ কনে-বর সহ সবাইকে গ্রেপ্তার করে নিতে পারত। আমাদের সরকার সেই আইন বাতিল করেছে।'' এরপরেই তিনি বিরোধীদের 'জামাত' ও 'খান মার্কেট গ্যাং' হিসেবে চিহ্নিত করে বলেন, ''এরা এতদিন এই বিষয়ে মুখ খোলেনি কেন ?''
#WATCH | Delhi | "...I am surprised by the 'Lutyens' Jamaat' and 'Khan Market Gang' that they have been silent for this many years. The people who are the 'thekedaar' of PIL, those who visit Courts every now and then, why they weren't worried about the Liberty back then..." says… pic.twitter.com/smXZjhDiux
— ANI (@ANI) March 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us