/anm-bengali/media/media_files/UeoyakaUw46Z9oowuaVv.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারত টেক্স ২০২৫-এ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে ভারত বর্তমানে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ। তিনি বলেন যে, "আমাদের বস্ত্র রপ্তানির পরিমান ইতিমধ্যেই তিন লাখ কোটি টাকায় পৌঁছেছে। এখন আমাদের লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে এটি নয় লাখ কোটি টাকায় নিয়ে যাওয়া।"
এছাড়াও তিনি বলেন, "আজকের এই উৎসাহ দেখে আমার মনে হচ্ছে যে, আপনারা আমার লক্ষ্যমাত্রাকে ভুল প্রমাণ করবেন এবং ২০৩০ এর অনেক আগেই এই কাজ সম্পন্ন করবেন।" প্রধানমন্ত্রী ভারতের বস্ত্র শিল্পের অগ্রগতির প্রশংসা করেন এবং শিল্পের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত করার আহ্বান জানান।
#WATCH | Delhi | At Bharat Tex 2025, Prime Minister Narendra Modi says, "Today we are the sixth largest textile exporter in the world. Our textile exports have reached three lakh crores of rupees. Now, our target is to take it to nine lakh crores of rupees by 2030...But I want to… pic.twitter.com/GbrJPrTL4M
— ANI (@ANI) February 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us