BREAKING: ফিদে ওয়ার্ল্ড কাপ জয় করে গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যা দেশমুখ ! টুইটবার্তায় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি

কি টুইট করলেন মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : ভারতের দাবা খেলার ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। মাত্র ১৯ বছর বয়সী দিব্যা দেশমুখ আজ ২০২৫ সালের FIDE Women's World Cup জিতে নিয়েছেন এবং এর সঙ্গে গ্র্যান্ডমাস্টার (GM) উপাধিও অর্জন করেছেন। আর এই বিষয়েই এবার দিব্যাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এই বিষয়ে নিজের টুইটবার্তায় তিনি লেখেন,''আজ ভারতের দাবা খেলার ইতিহাসে এক অসাধারণ দিন ! আজ দিব্যা দেশমুখ শুধুমাত্র ২০২৫ সালের FIDE মহিলা ওয়ার্ল্ড কাপ জেতেননি, তিনি গ্র্যান্ডমাস্টারও হয়েছেন। তাঁকে অনেক অভিনন্দন। তাঁর এই অর্জন বহু মানুষকে অনুপ্রাণিত করবে এবং এরপর থেকে দাবা খেলাও যুব সমাজের মধ্যে আরও জনপ্রিয় করে তুলবে।”

divya-deshmukh-wins-the-fide-womens-chess-world-cup-2025-v0-mgwez8cdclff1
DIVYA