কোনও হুমকির সামনেই ঝুঁকবে না ভারত ! ট্রাম্পের ট্যারিফ ডেডলাইনের আগেই বড় বার্তা দিলেন নরেন্দ্র মোদি

কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : আজ আমেদাবাদের একটি জনসভা থেকে দেশের ছোট উদ্যোক্তা, দোকানদার, কৃষক এবং পশুপালকদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষকদের স্বার্থ রক্ষার জন্য তিনি যেকোনও ঝুঁকির সম্মুখীন হতেও রাজি,আজ একথা আরও একবার বুঝিয়ে দিলেন তিনি।

modi

আজ তিনি বলেন,''আজ সারা বিশ্বজুড়েই সবাই শুধুমাত্র অর্থনৈতিক স্বার্থ দ্বারা পরিচালিত রাজনীতি করতে  ব্যস্ত। আমি আমেদাবাদের মাটি থেকে আমার সমস্ত ছোট উদ্যোক্তা, দোকানদার, কৃষক, পশুপালকদের বলতে চাই যে,আপনাদের স্বার্থই আমাদের কাছে সবথেকে আগে। আমার সরকার সবসময় আপনাদের স্বার্থই রক্ষা করবে এবং আপনাদের কখনও কোনও ক্ষতি হতে দেবে না।" অর্থাৎ ট্রাম্পের ট্যারিফ ডেডলাইনের আগে তিনি আরও একবার দেশবাসীকে আশ্বাস দিলেন যে, কোনও হুমকির সামনেই ভারত ঝুঁকবে না।