BREAKING: পৃথিবীর কোনও স্থানই নিরাপদ নয় ভারতের শত্রুদের জন্য ! ফের অপারেশন সিঁদুর নিয়ে বড় মন্তব্য করলেন মোদি

কি বললেন নরেন্দ্র মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : আজ তামিলনাড়ুর একটি জনসভা থেকে ফের একবার অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''আজকের দিনে ভারত নিজের সুরক্ষাকেই সর্বাধিক গুরুত্ব দেয়। অপারেশন সিঁদুর চলাকালীন সারা বিশ্ব দেখেছে যে, যদি কেউ ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বে আঘাত করে, ভারত তাদেরকে ঠিক তাদের ভাষাতেই জবাব দিতে জানে।”

Operation-Sindoor-New logo

এরপর তিনি বলেন,''অপারেশন সিঁদুর একথা একেবারেই স্পষ্ট করে দিয়েছে যে,ভারতের শত্রু ও জঙ্গিদের জন্য পৃথিবীর কোনও স্থানই নিরাপদ নয়। আমাদের সেনাবাহিনীর এই অভিযান সমগ্র দেশজুড়ে এক নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। এই অভিযান দেশের প্রতিটি নাগরিকের মধ্যে নতুন আত্মগর্ব ও সাহসের সঞ্চার করেছে এবং বিশ্বকে বাধ্য করেছে ভারতের শক্তি ও সংকল্পকে স্বীকৃতি দিতে।”