এই বছরের মধ্যেই বাজারে আসবে মেড ইন ইন্ডিয়া চিপ ! লালকেল্লা থেকে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : আজ দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজের বক্তব্যে রাখার সময় দেশের প্রযুক্তিগত স্বনির্ভরতার উপর বিশেষভাবে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''ভারত এখন ঠিক একটি 'মিশন মোডে' সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে এবং এই বছরের মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি চিপ বাজারে আসবে।''

newslaundry_2023-05_2636c115-8f39-4ccd-a56d-a41d1aede929_india_semiconductor_

উল্লেখ্য,সম্প্রতি কেন্দ্র সরকার 'ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন' (ISM)-এর অধীনে একাধিক সেমিকন্ডাক্টর প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মধ্যে গুজরাট, আসাম, ওড়িশা, পাঞ্জাব এবং অন্ধ্র প্রদেশের মতো রাজ্যগুলিতে নতুন  নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন করা হচ্ছে। কেন্দ্র সরকারের এই উদ্যোগটি ভারতের প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।