দুর্গোৎসবের সাথেই শুরু হবে সাশ্রয়ের উৎসব ! GST নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

GST নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী ?

author-image
Debjit Biswas
New Update
modi

নিজস্ব সংবাদদাতা : এবার নতুন জিএসটি (GST)-র বিষয়ে সমগ্র দেশবাসীকে এক বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল থেকে দুর্গোৎসবের সাথে সাথেই শুরু হতে চলেছে সাশ্রয়ের উৎসব,আজকের বার্তা থেকে এমনটাই বললেন তিনি। তিনি বলেন,''আগামীকাল থেকে দেশে জিএসটি (GST) সাশ্রয় উৎসব শুরু হবে। এই জিএসটি (GST) সাশ্রয় উৎসবের সময় আপনার সঞ্চয় অনেকটাই বৃদ্ধি পাবে।"

Modi

এরপর তিনি বলেন,''এই 'সাশ্রয় উৎসব' দেশের প্রতিটি শ্রেণির মানুষের জন্যই অনেক সুবিধা নিয়ে আসবে। এটি মধ্যবিত্ত মানুষ, যুবক, কৃষক, মহিলা, দোকানদার, ব্যবসায়ী এবং উদ্যোগপতি - সবারই উপকারে আসবে।''