নিজস্ব সংবাদদাতা : আজ ১৭তম ব্রিকস সম্মেলনে যোগদান করার জন্য ব্রাজিলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ব্রিকস-কেও যে আরও আধুনিক হতে হবে,আজকের সম্মেলনে ঠিক সেই বার্তাই দিলেন নরেন্দ্র মোদি। আজকের সম্মেলনে তিনি বলেন,''আজকের এআই (AI)-এর যুগে যখন প্রযুক্তিও প্রতি সপ্তাহে বদলে যাচ্ছে, তখন কোনও বৈশ্বিক প্রতিষ্ঠান যদি আশি বছরে একবারও পরিবর্তিত না হয়,তাহলে তা মেনে নেওয়া যায় না। মনে রাখবেন,বিশ শতকের টাইপরাইটার দিয়ে একবিংশ শতকের সফটওয়্যার চালানো সম্ভব নয়।”
NARENDRA MODI
Rio de Janeiro | "In the age of AI, where technology is updated every week, it is not acceptable for a global institution not to be updated even once in eighty years. Twentieth-century typewriters cannot run twenty-first-century software, " says PM Modi at the 17th BRICS summit.… pic.twitter.com/59mZ6rnlvx
BREAKING: টাইপরাইটারের দিয়ে সফটওয়্যারের চালানো সম্ভব নয় ! কোন প্রসঙ্গে এই মন্তব্য করলেন মোদি ?
দেখুন বড় খবর।
নিজস্ব সংবাদদাতা : আজ ১৭তম ব্রিকস সম্মেলনে যোগদান করার জন্য ব্রাজিলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ব্রিকস-কেও যে আরও আধুনিক হতে হবে,আজকের সম্মেলনে ঠিক সেই বার্তাই দিলেন নরেন্দ্র মোদি। আজকের সম্মেলনে তিনি বলেন,''আজকের এআই (AI)-এর যুগে যখন প্রযুক্তিও প্রতি সপ্তাহে বদলে যাচ্ছে, তখন কোনও বৈশ্বিক প্রতিষ্ঠান যদি আশি বছরে একবারও পরিবর্তিত না হয়,তাহলে তা মেনে নেওয়া যায় না। মনে রাখবেন,বিশ শতকের টাইপরাইটার দিয়ে একবিংশ শতকের সফটওয়্যার চালানো সম্ভব নয়।”