/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ শুক্রবার দেশের দ্বিতীয় দীর্ঘকালীন প্রধানমন্ত্রী হিসেবে একটি নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ একদিনের ব্যবধানে ইন্দিরা গান্ধীর রেকর্ডকে ভেঙে দিলেন নরেন্দ্র মোদি। আজ অর্থাৎ ২০২৫ সালের ২৫ জুলাই নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বের ৪,০৭৮তম দিন পূর্ণ হয়েছে, যেখানে ইন্দিরা গান্ধী একটানা ৪,০৭৭ দিন প্রধানমন্ত্রী ছিলেন (২৪ জানুয়ারি ১৯৬৬ থেকে ২৪ মার্চ ১৯৭৭ পর্যন্ত)। এখন মোদির সামনে রয়েছেন শুধু পন্ডিত জওহরলাল নেহরু। তবে এই কৃতিত্ব ছাড়াও মোদির ঝুলিতে রয়েছে আরও একাধিক ঐতিহাসিক রেকর্ড যেমন : ১. তিনি স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী। ২. তিনিই একমাত্র অ-কংগ্রেসী নেতা যিনি পরপর দুই বার সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করেছেন এবং তৃতীয়বারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/SQkIyXY9vX0VotgixIr0.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হন। তারপর ২০১৯ ও ২০২৪— এই দুই নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফিরে আসেন। এই কৃতিত্বের মাধ্যমে নরেন্দ্র মোদি ভারতের রাজনীতিতে নিজের অবস্থানকে আরও শক্ত করলেন এবং ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠা পেলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us