/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে নিজের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আজ স্বাধীনতা দিবসেই দেশের যুবকদের জন্য এক বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ লালকেল্লা থেকে 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' (Pradhan Mantri Viksit Bharat Rojgar Yojana) নামের একটি ঐতিহাসিক প্রকল্পের ঘোষণা করলেন তিনি। এই প্রকল্পের জন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে প্রধানমন্ত্রী বলেন,"আজ ১৫ই আগস্ট, এবং এই বিশেষ দিনেই আমরা আমাদের দেশের যুবকদের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি প্রকল্প চালু করছি। আজ থেকে 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা' কার্যকর হচ্ছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/OxKikbOf0ug0XlEsvFex.jpg)
এই প্রকল্পের মূল লক্ষ্য হল দেশের তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। প্রধানমন্ত্রী জানান,''এই প্রকল্পের অধীনে যারা প্রথমবারের মতো কোনও বেসরকারি খাতে চাকরি পাবেন, তারা সরকারের পক্ষ থেকে ১৫,০০০ টাকা পাবেন। এর পাশাপাশি, যেসব সংস্থা বেশি করে কর্মসংস্থান তৈরি করবে, তাদেরও বিশেষ ইনসেনটিভ দেওয়া হবে।''
প্রধানমন্ত্রী আরও বলেন, "এই 'প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা'র মাধ্যমে দেশে প্রায় ৩.৫ কোটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us