New Update
/anm-bengali/media/media_files/2025/03/19/VomJzo5ADGgac3rOtm0w.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: অশান্ত পরিস্থিতি সামলাতে গিয়ে কমপক্ষে চার জন পুলিশ আধিকারিক গুরুতর জখম হয়েছেন ৷ সোমবার রাতে মহারাষ্ট্রের নাগপুরের সংঘর্ষে পুলিশ আধিকারিকের জখম হওয়ার পাশাপাশি এলাকার সম্পত্তিরও প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর ৷
গুরুতর জখম চার পুলিশ আধিকারিকদের প্রত্যেকেই ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) পদের ৷ ডিসিপি নিকেতন কদমের হাতে কুঠার দিয়ে আঘাত করা হয় ৷ তাঁর হাত থেকে প্রচুর রক্তপাত হয়েছে বলে জানা গিয়েছে ৷ ডিসিপি শক্তিকান্ত সাতাভের পায়ে চোট লাগে ৷ ডিসিপি অর্চিত চন্দকের লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ডিসিপি রাহুল নাদামের উপর ভারী পাথর দিয়ে আঘাত করা হয় ৷ ওই অবস্থাতেই তিনি তাঁর দায়িত্ব পালন করে যান ৷ পরে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us