/anm-bengali/media/media_files/1e2mdv3dcFOXBpsk2cv6.jpg)
নিজস্ব সংবাদদাতা : ওলা ইলেকট্রিক (Ola Electric)-এর এক কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার ওলা ইলেকট্রিক কোম্পানির সিইও (CEO) ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal), এক অপর এক বরিষ্ঠ আধিকারিক সুব্রত কুমার দাস (Subrata Kumar Das) এবং ওলা ইলেকট্রিক কোম্পানির বিরুদ্ধে গত ৬ অক্টোবর একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
জানা গেছে, ওই মৃত কর্মচারীর নাম কে. অরবিন্দ (K Aravind)। তিনি ওলা ইলেকট্রিকের একজন হোমোলোগেশন ইঞ্জিনিয়ার (Homologation Engineer) হিসাবে কর্মরত ছিলেন। অভিযোগ, অরবিন্দ গত ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বিষ খেয়ে আত্মহত্যা করেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/WsgX027sPtR72bXOmaMa.jpg)
এই ঘটনার দু'দিন পর কর্তৃপক্ষ অরবিন্দের অ্যাকাউন্টে ওলা ইলেকট্রিক কোম্পানি থেকে ১৭.৪৬ লক্ষ টাকা স্থানান্তরের বিষয়টি জানতে পারে।
এরপর পুলিশ অরবিন্দের ঘরে তল্লাশি চালিয়ে ২৮ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করে। ওই নোটে অরবিন্দ অভিযোগ করেছেন যে, সুব্রত কুমার দাস এবং ভাবিশ আগরওয়াল তাঁকে মানসিক নির্যাতন করতেন। এছাড়াও অতিরিক্ত কাজের চাপ এবং বেতন ও অন্যান্য পাওনা বাকি রেখেও হয়রানি করা হত অরবিন্দকে। এই অভিযোগগুলির ভিত্তিতে পুলিশ এখন এই ঘটনার তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us