New Update
/anm-bengali/media/media_files/2025/02/17/WiAUC6s7AtTmdd3hyvpp.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জোরালো কম্পন অনুভূত মায়ানমারে। সকালে কেঁপে উঠল মায়ানমারের মাটি। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে তার প্রভাব পড়ল কলকাতাতেও। কাঁপল বাংলাদেশ, চিন, থাইল্যান্ড।
/anm-bengali/media/media_files/CEWQ7NgV0wSoLOsjUjm9.jpg)
যা জানা যাচ্ছে, মায়ানমারে পরপর দুটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৭.৭ এবং দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৬.৯। এখনও পর্যন্ত কম্পনের পরবর্তী ক্ষয়ক্ষতির খবর কিছু মেলেনি। তবে যা জানা যাচ্ছে, এই ভূমিকম্পের পরই থাইল্যান্ডের একটি বহুতল তাসের ঘরের মত ভেঙে যায়। আবার অন্যদিকে ব্যাংককে এখনও পর্যন্ত ভূমিকম্পের পর থেকে ৪৩ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে।
Earthquake of magnitude 7.2 on the Richter scale hits Myanmar, says National Center for Seismology. pic.twitter.com/k0RQVKfbsZ
— ANI (@ANI) March 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us