হত্যাকাণ্ড- আত্মহত্যা করে নিল প্রধান অভিযুক্ত- বিগ ব্রেকিং

আত্মহত্যা করে নিল প্রধান অভিযুক্ত।

author-image
Aniket
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের মহালক্ষ্মী হত্যাকাণ্ডে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। মহালক্ষ্মী হত্যাকাণ্ডে অভিযুক্ত মুখিরাজন প্রতাপ রায়। এবার জানা যাচ্ছে বড় খবর। মহালক্ষ্মী হত্যার অভিযুক্ত মুখিরাজন প্রতাপ রায় ওড়িশায় আত্মহত্যা করে মারা গেছে। ডিসিপি সেন্ট্রাল-বেঙ্গালুরু, শেখর এইচ টেকান্নাভার এই আত্মহত্যার বিষয়ে জানিয়েছেন। উল্লেখ্য, ২৯ বছর বয়সী মহালক্ষ্মী হত্যার ঘটনায় সকলে শিওরে ওঠে। ইতিপূর্বে তদন্তে চমকপ্রদ তথ্য বেরিয়ে এসেছে। ৫০ টিরও বেশি টুকরো করা হয় তার দেহ বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর, অপরাধীদের ধরতে একাধিক তদন্ত দল গঠন করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে কিছু দল ভারতের বিভিন্ন স্থানে ছুটে গেছে। ন্যাশনাল কমিশন ফর উইমেন (NCW) বেঙ্গালুরু পুলিশকে মহালক্ষ্মীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। এনসিডব্লিউ পুলিশকে তিন দিনের মধ্যে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে এবং মামলার পুঙ্খানুপুঙ্খ এবং সময়সীমাবদ্ধ তদন্ত নিশ্চিত করতে বলেছে।

Adddd

 . . .