নিজস্ব সংবাদদাতা : অনলাইন গেম খেলতে গিয়ে প্রায় ৮৫০০০ টাকার দেনা করে বসেছিল মুম্বইয়ের এক ২২ বছর বয়সী যুবক। এরপর দেনা মেটাতে গিয়েই চেন ছিনতাই করার পরিকল্পনা করে সে। আর তারপরেই পুলিশের কাছে গ্রেপ্তার হতে হয় মুম্বাইয়ের এই ২২ বছর বয়সী যুবককে। এই বিষয়ে পুলিশ জানায়,''অভিযুক্ত যুবক তার ১৯ বছর বয়সী তার এক বন্ধুর সঙ্গে মিলে মাটুঙ্গায় এক ৭৪ বছর বয়সী মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং কয়েক ঘণ্টার মধ্যেই দু'জনকেই গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আরও তদন্ত চলছে, যাতে বোঝা যায় যে তারা পূর্বে অন্য কোনও অপরাধে জড়িত ছিল কি না।'' এছাড়াও পুলিশ জানিয়েছে,''অনলাইন গেমের আসক্তি এখন একটি গুরুতর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
Maharashtra: A 22-year-old youth in Mumbai's Kurla, addicted to the online game "Aviator," resorted to chain snatching after incurring ₹85,000 debt. Along with a 19-year-old friend, he snatched a gold chain from a 74-year-old woman in Matunga. Police arrested both within hours.… pic.twitter.com/TuC0zbl5gD
— IANS (@ians_india) July 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us