মুম্বইয়ে মনোরেল আটকে চাঞ্চল্য- একনাথ শিন্ডের বড় মন্তব্য

মুম্বইয়ে মনোরেল আটকে চাঞ্চল্য।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-19 9.31.36 PM

নিজস্ব সংবাদদাতা: সোমবার মাইসোর কলোনি স্টেশনের কাছে মনোরেল হঠাৎ থেমে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি ব্রেক প্রয়োগ হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকল, পুলিশ, বিএমসি এবং এমএমআরডিএ-র আধিকারিকরা।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, “হারবার লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী মনোরেল ব্যবহার করেন। এর ফলে অতিরিক্ত ভিড় হয় এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিদ্যুৎ সমস্যার কারণে জরুরি ব্রেক কষে মনোরেল থেমে যায়। আমাদের প্রথম অগ্রাধিকার যাত্রীদের নিরাপদে উদ্ধার করা। আমি মিউনিসিপাল কমিশনারের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে প্রশাসনের সব দপ্তরের আধিকারিকরা রয়েছেন। যাত্রীদের সঙ্গেও আমি কথা বলেছি। উদ্ধারকাজ শিগগিরই সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “মেডিক্যাল টিমও সেখানে মোতায়েন রয়েছে। যাত্রীরা নিরাপদে বাড়ি পৌঁছে যাবেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, আমরা তার ব্যবস্থা নেব।”

সূত্র অনুযায়ী, উদ্ধারের কাজ শেষ পর্যায়ে এবং যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত হননি। তবে হঠাৎ এই বিভ্রাটে যাত্রীরা ভোগান্তির শিকার হন।