/anm-bengali/media/media_files/2025/08/19/screenshot-2025-08-19-1-pm-2025-08-19-22-04-59.png)
নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের ভক্তি পার্ক ও চেম্বুরের মাঝে, মাইসোর কলোনি স্টেশনের নিকটে আটকে পড়া মনোরেল (আরএসটি-৪)-এর সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) জানিয়েছে, দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পুরো উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
/anm-bengali/media/post_attachments/10182bb6-fa3.png)
এর আগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মনোরেল হঠাৎ থেমে যায় এবং যাত্রীরা ভেতরে আটকে পড়েন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় প্রশাসনিক কর্তৃপক্ষ। মেডিক্যাল টিমও মোতায়েন ছিল। এমএমআরডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, “সমস্ত যাত্রী নিরাপদে উদ্ধার হয়েছেন এবং কারও গুরুতর আঘাতের খবর নেই।” ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও, দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
#WATCH | Maharashtra: All passengers of the Monorail train (RST-4) stalled between Bhakti Park and Chembur, near Mysore Colony station in Mumbai, have been safely rescued: Mumbai Metropolitan Region Development Authority (MMRDA) pic.twitter.com/JKsepwO21A
— ANI (@ANI) August 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us