মুম্বই মনোরেল কাণ্ড: সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করল এমএমআরডি

সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করল এমএমআরডি।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-19 10.04.25 PM

নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের ভক্তি পার্ক ও চেম্বুরের মাঝে, মাইসোর কলোনি স্টেশনের নিকটে আটকে পড়া মনোরেল (আরএসটি-৪)-এর সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ) জানিয়েছে, দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পুরো উদ্ধারকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মনোরেল হঠাৎ থেমে যায় এবং যাত্রীরা ভেতরে আটকে পড়েন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় প্রশাসনিক কর্তৃপক্ষ। মেডিক্যাল টিমও মোতায়েন ছিল। এমএমআরডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, “সমস্ত যাত্রী নিরাপদে উদ্ধার হয়েছেন এবং কারও গুরুতর আঘাতের খবর নেই।” ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও, দ্রুত পদক্ষেপে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।