বিবাহের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলতো ক্রমাগত যৌন হেনস্থা ! পুলিশের জালে মুম্বাইয়ের যুবক

কি ঘটলো মুম্বাইয়ে ?

author-image
Debjit Biswas
New Update
448-252-22034562-thumbnail-16x9-rape-aspera

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : এবার মুম্বাইয়ের এক যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থা, হুমকি এবং শারীরিক ক্ষতি করার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করলো মুম্বাই পুলিশ। অভিযুক্ত যুবকটি বিবাহের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক ৩১ বছর বয়সী মহিলার সাথে এই অপরাধ করেছেন বলে জানা গেছে। পুলিশ আধিকারিকরা বুধবার এই খবর জানান।

পুলিশ সূত্রে খবর, ২৯ বছর বয়সী ওই যুবক মুম্বাইয়ের লোয়ার পারেলের বাসিন্দা। অভিযোগকারী মহিলা মুম্বাইয়ের মাহিমের বাসিন্দা। অভিযুক্তের বাবা একটি বেসরকারি ব্যাঙ্কে উচ্চপদে কর্মরত। অভিযোগপত্রে বলা হয়েছে, এই ঘটনাটি জানুয়ারি ১ থেকে জুনের ১২ তারিখ পর্যন্ত প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে মুম্বাইয়ের বান্দ্রার একটি বিলাসবহুল হোটেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে। এফআইআর (FIR) অনুযায়ী, অভিযুক্ত বিবাহ প্রস্তাবের মাধ্যমে ওই মহিলার সঙ্গে পরিচিত হন এবং সম্পর্কের সূত্র ধরে প্রথমে মুম্বাইয়ের একটি হোটেলে তাঁকে যৌন হেনস্থা করেন।

Rape

অভিযোগকারী মহিলা যখন জানতে পারেন যে অভিযুক্ত অন্য মহিলাদের সঙ্গে বিবাহের বিষয়ে কথা বলছেন, তখন তিনি প্রতিবাদ করেন। এরপরই অভিযুক্ত তাঁকে মারধর করেন, গালিগালাজ করেন এবং আপত্তিকর ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দেন। পরে ওই মহিলা তাঁর মাকে সব জানানোর পর মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর বিভিন্ন ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।