হাইকোর্টের বড় ঘোষণা, অভিযুক্তের মুখে হাসি

মুম্বই হাইকোর্ট সিবিআইকে (CBI) ৩ জুনের মধ্যে আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলায় জবাব দিতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুন, ততদিন পর্যন্ত সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

author-image
Pritam Santra
New Update
sameer wankhede

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বই হাইকোর্ট সিবিআইকে (CBI) ৩ জুনের মধ্যে আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলায় জবাব দিতে বলেছে। এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুন, ততদিন পর্যন্ত সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে পরবর্তী শুনানির তারিখ অর্থাৎ ৮ জুন পর্যন্ত ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হবে না। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) গত ১১ মে ওয়াংখেড়ে ও আরও চারজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রর পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে ঘুষ সংক্রান্ত ধারায় মামলা দায়ের করে।