BREAKING: পেট থেকে উদ্ধার ১১ কোটি টাকা মূল্যের, ৬৭টি কোকেন ভর্তি ক্যাপসুল ! মুম্বাইয়ে গ্রেপ্তার বিদেশী নাগরিক

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ মুম্বই ডিআরআই (DRI)-এর কর্মকর্তারা, সিয়েরা লিওন থেকে আগত এক যাত্রীকে মুম্বই বিমানবন্দরে আটক করেন। ওই ব্যক্তি আইভরি কোস্টের নাগরিক এবং সন্দেহ করা হচ্ছিল যে তিনি মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যাত্রী স্বীকার করেন যে, তিনি ভারতীয় সীমান্তে কোকেন পাচারের উদ্দেশ্যে গিলে ফেলেছিলেন এই মাদকদ্রব্য ভর্তি ক্যাপসুলগুলি। পরে তাঁর দেহ থেকে মোট ৬৭টি ক্যাপসুল বের করা হয়, যাতে প্রায় ১,১৩৯ গ্রাম কোকেন পাওয়া গেছে। আন্তর্জাতিক কালোবাজারে এর মূল্য প্রায় ১১.৩৯ কোটি টাকা।

GuCvWAQWEAAxJO9
CAPSULE