৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল!

 জি ২০  সম্মেলনের  জেরে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ( Northern Railway)-রেলওয়ে  ২০৭টি ট্রেন বাতিল করেছে । সেই সঙ্গে ৩৬টি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত  করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-03 at 13.45.57.jpeg

নিজস্ব সংবাদদাতা: আগামী ৯ ও ১০ সেপ্টেম্বরে ভারতে  আয়োজিত হতে চলেছে জি ২০ সম্মেলন। ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র নেতারা ভারতের মাটিতে কবে পা রাখবেন তা জানিয়ে দিয়েছেন । জানা যায়  জি ২০  সম্মেলনের  জেরে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ( Northern Railway)-রেলওয়ে  ২০৭টি ট্রেন বাতিল করেছে । সেই সঙ্গে ৩৬টি ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত  করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।