/anm-bengali/media/media_files/2025/06/26/screenshot-2025-06-26-pm-2025-06-26-22-31-36.png)
নিজস্ব সংবাদদাতা: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগকারী মুকুন্দরা হিলস টানেলের নির্মাণ কাজ ৮২% সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো টানেল নির্মাণ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/post_attachments/c088e373-f03.png)
এই টানেলটি তৈরি হচ্ছে রাজস্থানের কোটার মুকুন্দরা হিলস ন্যাশনাল পার্ক এলাকার নীচ দিয়ে, যাতে পার্কের পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষা পায় এবং যান চলাচলের সুবিধা বাড়ে। প্রকল্পটি পরিবেশবান্ধব প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে। এই টানেল চালু হলে দিল্লি ও মুম্বইয়ের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে বলে আশা করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
#WATCH | Kota, Rajasthan | The construction of the Mukundra Hills Tunnel connecting to the Delhi-Mumbai Expressway has been completed by 82%. The construction of the tunnel is expected to be completed by December this year. pic.twitter.com/WisQXF4UDz
— ANI (@ANI) June 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us