/anm-bengali/media/media_files/baxowbbxHrjPhaoMhAv1.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : প্রথম থেকেই মহিলাদের কথা ভেবেছে কেন্দ্রের মোদী সরকার!গত ৯ বছরে মহিলাদের অবস্থার বিশেষ করে সামাজিক ও অর্থনৈতিকভাবে অসাধারণ উন্নতি হয়েছে মোদী সরকারের গুরুত্বপূর্ণ হস্তক্ষেপের জন্য৷ জন ধন অ্যাকাউন্ট থেকে শুরু করে পোষণ অভিযান ,প্রধানমন্ত্রী আবাস যোজনা পর্যন্ত, বাড়ি দেওয়া হচ্ছে৷ মহিলা ও শিশুদের বৃত্তিতে বাজেট বৃদ্ধির জন্য মহিলাদের নাম দেওয়া - সবই করা হয়েছিল নারীদের উন্নতি ও ক্ষমতায়নের অভিপ্রায়ে। মহিলা সরক্ষণ বিল প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এভাবেই বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ইঙ্গিত দিলেন যে বরাবরই মহিলাদের গুরুত্ব দিয়ে এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। সংসদ এবং বিধানসভার স্তরে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করেল রাখার সিদ্ধান্তও ঐতিহাসিক বলে জানান তিনি।
#WATCH | Delhi: "The last nine years have seen tremendous improvement in the condition of women especially socially and economically thanks to the important interventions of the PM Modi Government. Starting from Jan Dhan accounts to Poshan Abhiyan to the Pradhan Mantri Awas… pic.twitter.com/vZ5Z2qxsUA
— ANI (@ANI) September 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us