ইডির মুখোমুখি অভিষেক, পাশে দাঁড়ালেন কপিল সিব্বল

সিজিও কমপ্লেক্সে বসিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি।

author-image
SWETA MITRA
New Update
kapil abhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলকে পাশে পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিয়োগ দুর্নীতি মামলায় আজ বুধবার ইডির ডাকে সাড়া দিতে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক। ২ ঘণ্টা হতে চলল, জিজ্ঞাসাবাদ চলছে। এরই মাঝে ইডির সমন নিয়ে গর্জে উঠলেন কপিল সিব্বল (Kapil Sibal)। তিনি জানিয়েছেন, ‘বিজেপির এজেন্ডাই হোল, যে কোনো উপায়ে বিরোধী দলকে দমন করা। আমি জানতে চাই, সমন্বয় কমিটির বৈঠকের দিনই ইডির নোটিশ কেন এল? দু'দিন পর দেওয়া যেত না? ইডিও রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। বিজেপি যেহেতু ঘোসি কেন্দ্রে হেরেছে তাই এখন আজম খানের উপর অভিযান চালানো হয়েছে। এজেন্সির মাধ্যমে মানুষকে গ্রেফতার করাই বিজেপির রাজনীতি।‘