সরকারি অর্থের অপব্যবহার হচ্ছিল, বিস্ফোরক মন্তব্য প্রধানমন্ত্রীর

রোজগার মেলার আওতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও নিয়োগ করা হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
modi rozgar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ মঙ্গলবার রোজগার মেলায় (Rozgar Mela) ৭০ হাজার ১২৬ জনকে নিয়োগপত্র বিতরণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন এই নিয়োগপত্র বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন,আজ৭০হাজারেরওবেশিযুবককেনিয়োগপত্রদেওয়াহয়েছে। 'রোজগারমেলা' এনডিএ-বিজেপিসরকারেরনতুনপরিচয়হয়েউঠেছে।‘ এদিন তিনি আরও বলেন, ‘আজ, ভারতে একটি নির্ণায়ক সরকার এবং রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। রাজনৈতিক দুর্নীতি, সরকারি প্রকল্পে অসঙ্গতি এবং সরকারি অর্থের অপব্যবহার পূর্ববর্তী সরকারগুলির সমার্থক ছিল।‘