স্কুলের খাবার খেয়ে অসুস্থ ৫০-এর বেশি ছাত্রছাত্রী

রাজস্থান থেকে বড়ো খবর জানা যাচ্ছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-14 9.29.48 AM

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের দৌসা জেলার চুড়িয়াবাস গ্রামের এক সরকারি স্কুলে খাবার খাওয়ার পর একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ৫০ জনেরও বেশি ছাত্রছাত্রী। তাদের দ্রুত নাগল কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। জেলা কালেক্টর দেবেন্দ্র কুমার জানান, প্রায় ১৫-২০ জনকে পরে দৌসা জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের মান খারাপ ছিল, সেই কারণেই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়েছে। বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় আছে।” তিনি আরও জানান, ঘটনাটির তদন্তের জন্য দুইটি বিশেষ দল গঠন করা হয়েছে। খাদ্য নিরাপত্তা দপ্তরের কর্মকর্তা খাবারের মান পরীক্ষা করবেন এবং শিক্ষা দপ্তরের দল খতিয়ে দেখবে পুষ্টির ঘাটতি কোথায় ছিল। কালেক্টর আশ্বাস দিয়েছেন, তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।