“ভারতে এখন চলাচল করছে ১৬০-রও বেশি বন্দে ভারত ট্রেন”—বারাণসীতে ঘোষণা প্রধানমন্ত্রীর

একসঙ্গে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন, সংযোগে নতুন দিগন্ত।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-08 10.00.37 AM

নিজস্ব সংবাদদাতা: আজ বারাণসী রেলওয়ে স্টেশনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করেন। এই ট্রেনগুলি হলো—কাশী-খাজুরাহো বন্দে ভারত, ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত, লখনউ-সহরানপুর বন্দে ভারত এবং এরনাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস।

Screenshot 2025-11-08 9.55.35 AM

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আজ এই চারটি নতুন বন্দে ভারত চালুর মাধ্যমে দেশের যাতায়াত আরও গতিশীল ও আধুনিক হয়ে উঠল। এখন ভারতের রেলপথে ১৬০টিরও বেশি বন্দে ভারত ট্রেন নিয়মিতভাবে চলাচল করছে।” তিনি আরও যোগ করেন, “বন্দে ভারত শুধু দ্রুতগামী ট্রেন নয়, এটি ভারতের প্রযুক্তিগত দক্ষতা, আত্মনির্ভরতা ও যাত্রীসেবার মানোন্নয়নের প্রতীক। দেশের প্রতিটি অঞ্চলে সংযোগ বৃদ্ধির ফলে বাণিজ্য, পর্যটন এবং তীর্থযাত্রা—সব ক্ষেত্রেই নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।”