/anm-bengali/media/media_files/2025/11/08/screenshot-2025-11-08-1am-2025-11-08-10-00-53.png)
নিজস্ব সংবাদদাতা: আজ বারাণসী রেলওয়ে স্টেশনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করেন। এই ট্রেনগুলি হলো—কাশী-খাজুরাহো বন্দে ভারত, ফিরোজপুর-দিল্লি বন্দে ভারত, লখনউ-সহরানপুর বন্দে ভারত এবং এরনাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/08/screenshot-2025-11-08-am-2025-11-08-09-55-51.png)
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আজ এই চারটি নতুন বন্দে ভারত চালুর মাধ্যমে দেশের যাতায়াত আরও গতিশীল ও আধুনিক হয়ে উঠল। এখন ভারতের রেলপথে ১৬০টিরও বেশি বন্দে ভারত ট্রেন নিয়মিতভাবে চলাচল করছে।” তিনি আরও যোগ করেন, “বন্দে ভারত শুধু দ্রুতগামী ট্রেন নয়, এটি ভারতের প্রযুক্তিগত দক্ষতা, আত্মনির্ভরতা ও যাত্রীসেবার মানোন্নয়নের প্রতীক। দেশের প্রতিটি অঞ্চলে সংযোগ বৃদ্ধির ফলে বাণিজ্য, পর্যটন এবং তীর্থযাত্রা—সব ক্ষেত্রেই নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।”
#WATCH | Varanasi, UP | PM Modi says, "... Apart from Kashi-Khajurahoi Vande Bharat, Firozpur–Delhi Vande Bharat, Lucknow–Saharanpur Vande Bharat, and Ernakulam–Bengaluru Vande Bharat have also been flagged off today. Now, more than 160 new Vande Bharat trains are operational in… pic.twitter.com/l25zk9iNDB
— ANI (@ANI) November 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us