/anm-bengali/media/media_files/Sa0W2obcAO3ml6DIGe1T.jpg)
নিজস্ব সংবাদদাতা: আদিপুরুষ সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই দেশ জুড়ে সিনেমাটির বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সিনেমাটিতে রামায়ণকে বিকৃত করে হিন্দু ধর্মকে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সিনেমাটির সংলাপ অত্যন্ত নিচু মানের বলে দর্শকরা অভিযোগ করেছেন। এবার আরও বিপাকে পড়ল আদিপুরুষের নির্মাতারা।
/anm-bengali/media/post_attachments/ldzGlSNOWJwEFiDNcVhQ.jpg)
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুম্বাই পুলিশকে চিঠি লিখেছে। যেখানে আদিপুরুষ সিনেমার প্রযোজক, পরিচালক এবং লেখকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি করা হয়েছে। উল্লেখ্য আদিপুরুষ সিনেমাটির প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নায়ার। সিনেমাটির পরিচালক ওম রাউত। সিনেমাটির লেখক মনোজ মুনতাশির।
All India Cine Workers Association writes to Union Home Minister Amit Shah and Mumbai Police demanding registration of a case against producer, director and writer of movie Adipurush pic.twitter.com/9IId3SE0qx
— ANI (@ANI) June 24, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us