DA নিয়ে বিশাল খবর, আরও ৪ শতাংশ বাড়ল

উৎসবের মরসুমে বড় সুখবর পেলেন সরকারী কর্মীরা।

author-image
SWETA MITRA
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের আবহে আরও বড় চমক দিল সরকার। দুদিন আগেই কেন্দ্রের মোদী সরকার ৪ শতাংশ ডিএ (DA) বাড়ানোর ব্যাপারে শিলমোহর দিয়েছিল। এবার সেই পথেই হাঁটল ওড়িশা সরকার। জানা গিয়েছে,ওড়িশাসরকাররাজ্যসরকারিকর্মচারীএবংপেনশনভোগীদেরজন্যমহার্ঘভাতা (ডিএ) এবংমহার্ঘত্রাণ (টিআই) যথাক্রমে% বৃদ্ধিকরেছেএবংএইহার৪২% থেকেবাড়িয়ে৪৬% করেছে।বর্ধিতডিএএবংটিআইজুলাইথেকে কার্যকর হবে।