New Update
/anm-bengali/media/media_files/qDolrFXLZ9ff9eAeoYNF.webp)
নিজস্ব সংবাদদাতা - সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে হরিয়ানা থেকে গ্রেপ্তার হয়েছেন ইউটিউবার জ্যোতি মালহোত্রা। এবার এই জ্যোতিকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। সূত্র মতে ২০২৩ সালে প্রথমবার পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। এরপর আরও দুইবার পাকিস্তানে যান তিনি। পাকিস্তান এম্বাসিতে পাকিস্তান দিবসের উৎসবেও ডাক পেয়েছিলেন তিনি। সূত্র মতে পাকিস্তানের এক হাই কমিশনারের স্পেশাল গেস্ট লিস্টেও ছিলেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us