বর্ষার বাঁকীবাঁধ ড্যাম, রইল ভিডিও

পাহাড় ভালোবাসেন? সঙ্গি যদি পাওয়া যায় ড্যাম? তাহলে কেমন হয়? ভাবছেন এমন লোকেশন কোথায় আছে? বেশিদূরে নয়। সপ্তাহান্তের ছুটিতে বা কাছেপিঠে কোথাও যেতে চাইলে ঘুরে আসুন ঝাড়খন্ড।

author-image
Pallabi Sanyal
New Update
11



দিগ্বিজয় মাহালী, ঝাড়খন্ড : বর্ষায় কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইছেন? তাহলে ঘুরে আসুন কলকাতা থেকে সামান্য দূরে। এএনএম নিউজের সঙ্গে সফর করুন  বাকীবাঁধ ড্যাম। কীভাবে পৌঁছবেন? ঝাড়খন্ড রাজ্যের পূর্ব শিং ভূম জেলার অন্তগর্ত পিপলা এবং বাঁকীবাঁধ বাস স্টপেজ। কলকাতা থেকে ১৬ নং জাতীয় সড়ক ধরে সোজা ৩৩ নং জাতীয় সড়ক ধরে জামশেদপুর রোড।জামশেদপুর ঢোকার ১৪ কিমি আগে পিপলা বা বাঁকীবাঁধ বাস স্ট্যান্ড থেকে ডান দিকে ২-৩ কিমি রাস্তা। তারপরের পড়বে ছোটো বাঁকীবাঁধ ড্যাম।ছোট্ট গ্রাম।পাহাড়ে ঘেরা এই ড্যাম অনেকেরই অজানা।তাই এএনএম নিউজ দেখাচ্ছে ও চেনাচ্ছে এই জায়গা। বর্ষায় প্রচুর মানুষজন আসেন। আর শীতের মরশুমে আরো বেশি ভিড় হয় পর্যটকদের। কলকাতা থেকে ২৮০ কিমি।খড়গপুর থেকে প্রায় ১৮০ কিমি এবং ঘাটশিলা থেকে প্রায় ৪০ কিমি দূরত্ব।