/anm-bengali/media/media_files/2025/02/26/ypTOeqH1sw6n44iqxg1h.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ, সোমবার, একুশে জুলাই। কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মহাসভা যতটা রাজনৈতিক উত্তাপ বাড়াবে, ততটাই উত্তেজনার পারদ চড়াতে চলেছে সংসদের বাদল অধিবেশন।
আজ থেকেই শুরু সংসদের বাদল অধিবেশন, চলবে আগামী ২১ অগস্ট পর্যন্ত। অধিবেশনের প্রথম দিনেই একাধিক জ্বলন্ত ইস্যুতে সুর চড়াবে বিরোধীরা। অধিবেশনের প্রথম দিনেই পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা এবং সেনার অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী সাংসদরা।
এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা সংক্রান্ত দাবি এবং ভারতের যুদ্ধবিমান ধ্বংসের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চেয়েছেন বিরোধীরা। এছাড়া বিহারের SIR (Special Intensive Revision) বা ভোটার তালিকায় নিরীক্ষিত সংশোধন নিয়ে যন্তরমন্তরে প্রতিবাদ সভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। সভা হতে পারে ২৩ বা ২৪ জুলাই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/qz4Z0mVKqVMVmLeAmJeb.jpg)
শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে এই বিষয় নিয়ে প্রস্তাব পাস হয় বলেও জানা গিয়েছে। এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনাও করছে বিরোধীরা।
আজ সকাল সাড়ে দশটায়, অধিবেশন শুরুর আগে সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ সুষ্ঠুভাবে চলার আবেদন জানিয়েছেন তিনি। তবে সংসদ কতটা সুষ্ঠূ চলবে তা বলবে ভবিষ্যৎই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us