/anm-bengali/media/media_files/s9JutumCbSKVNAyFqS4V.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আসন্ন বর্ষাকালীন অধিবেশন নিয়ে প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই সম্পর্কে এদিন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "রাহুল গান্ধী যেভাবে পাকিস্তানের ভাষায় কথা বলে বিদেশনীতি সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাতে দেশের ক্ষতি হচ্ছে। আমরা তাকে পরামর্শ দেব যে বিরোধীদলের নেতা হিসেবে তিনি যেন দেশের বিরুদ্ধে কিছু না বলেন"।
"সংসদ শুরু হতে চলেছে। সংসদে যে কোনও বিষয়ই আসুক না কেন, আমরা তা শুনব। গতকাল খাড়গে জি এবং রাহুল জি-র সাথে আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। অন্যান্য বিরোধী দলের নেতাদের সাথে আমি নিয়মিত বৈঠক করি। সংসদীয় মন্ত্রী হিসেবে সকলের সাথে সমন্বয় বজায় রাখা আমার দায়িত্ব। কিন্তু সমস্যা যাই হোক না কেন, আমরা কেবল আলোচনা করেই তা সমাধান করতে পারি। হট্টগোল করে কিছুই অর্জন করা যাবে না"।
#WATCH | Delhi: On the upcoming Monsoon Session, Union Parliamentary Affairs Minister Kiren Rijiju says, "...The way Rahul Gandhi tries to mislead people on foreign policy by speaking the language of Pakistan, it harms the country. We will suggest to him that as the leader of the… pic.twitter.com/WEsczMbATC
— ANI (@ANI) July 16, 2025