বর্ষাকালীন অধিবেশনে বিরোধীদের স্ট্র্যাটেজি কি? জানিয়ে দিলেন ওয়াইসি

প্রশ্নোত্তর পর্ব জারি রাখতে হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Asaduddin Owaisi

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুরু হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। এনডিএ সরকারের বিরুদ্ধে বিরোধীদের কি দাবি হবে? এবার সাফ ভাষায় জানিয়ে দিলেন AIMIM সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। এদিন তিনি বলেন, “আসন্ন বর্ষাকালীন অধিবেশনে, আমাদের অবশ্যই পহেলগাঁও হামলা নিয়ে প্রশ্নোত্তর পর্ব জারি রাখতে হবে। কেন নিরাপত্তায় ত্রুটি ছিল? এর জন্য কে দায়ী? আমাদের প্রতিরোধ নীতি কী? আসন্ন বর্ষাকালীন অধিবেশনে এটিই আমাদের প্রধান দাবি হবে”।

owaisi.jpg