নকশালমুক্ত ভারত ! ২০২৬ সালের ২ জানুয়ারির মধ্যেই নকশাল আন্দোলন শেষ করার লক্ষ্যমাত্রা, জানালেন মুখ্যমন্ত্রী মোহন যাদব

কি জানালেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ?

author-image
Debjit Biswas
New Update
ftgyuio

নিজস্ব সংবাদদাতা : মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য দেউ মাজ্জি সহ ১২ জন নকশাল জঙ্গির আত্মসমর্পণের ঐতিহাসিক ঘটনা প্রসঙ্গে আজ কড়া প্রতিক্রিয়া দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি নকশালদের চূড়ান্ত 'লাল সেলাম' (Lal Salaam) জানিয়ে একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী জাতীয় লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী মোহন যাদব স্পষ্ট জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সরকার এখন নকশাল আন্দোলনের বিরুদ্ধে decisive (চূড়ান্ত) আঘাত হানতে বদ্ধপরিকর।

mohan yadav

মুখ্যমন্ত্রী বলেন,"আমরা আমাদের চূড়ান্ত 'লাল সেলাম' জানাচ্ছি। আমাদের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আমরা ২০২৬ সালের ২ জানুয়ারির মধ্যে গোটা দেশ থেকে নকশাল আন্দোলন শেষ করার লক্ষ্য রেখেছি।"