BREAKING: মেঘালয়ে খুন স্বামী, নিখোঁজ স্ত্রী ! সিবিআই (CBI) তদন্তের দাবি করলেন মোহন যাদব

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ইন্দোরের রাজা ও তাঁর স্ত্রী সোনম রঘুবংশীর নিখোঁজ হওয়ার ঘটনায় এবার  সিবিআই (CBI) তদন্তের দাবি করলেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আজ সিবিআই তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছেন। রাজা গত মাসে মেঘালয়ের শিলং-এ নিখোঁজ হওয়ার পর মৃত অবস্থায় উদ্ধার হন। এখনও নিখোঁজ রয়েছেন তাঁর স্ত্রী সোনম। আজ একটি টুইট করে এই বিষয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “এই দুঃসময়ে মধ্য প্রদেশ সরকার সোনম রঘুবংশীর পরিবারের পাশে রয়েছে। আমি মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। মধ্য প্রদেশের শীর্ষ পুলিশ আধিকারিকরা মেঘালয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছি, যাতে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সোনম রঘুবংশীকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে।”

mohan yadav