/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : কঠিন লড়াই করেছিলেন, কিন্তু তারপরেও শেষরক্ষা হল না বালাসোরের সেই নির্যাতিতা ছাত্রীর। গতকাল রাত্রি প্রায় ১১টা ৪৫মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ঘটনায় তীব্র শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এক টুইট বার্তায় তিনি জানান,''এফ.এম.অটোনোমাস কলেজের নির্যাতিতা ছাত্রীটির মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। সরকারের পক্ষ থেকে সমস্ত দায়িত্ব পালন করার পর এবং অভিজ্ঞ চিকিৎসক দলের আপ্রাণ চেষ্টার পরেও আমরা তাঁকে বাঁচাতে পারিনি। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি এবং প্রার্থনা করি প্রভু জগন্নাথ যেন তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। আমি ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সবচেয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার শোকাহত পরিবারের পাশে আছে।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/a4i17mJBlGs26rcmXUmz.jpg)
Odisha CM Mohan Charan Majhi expresses condolences on the demise of the victim of Balasore student self-immolation case.
— ANI (@ANI) July 14, 2025
He tweets, "I am deeply saddened to hear the news of the demise of the female student from FM Autonomous College. Despite the government's fulfillment of all… pic.twitter.com/DC7eLi4aY9
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us