BREAKING: হল না শেষরক্ষা ! কঠিন লড়াই করেও প্রাণ হারালেন বালাসোরের নির্যাতিতা ছাত্রী

টুইট বার্তায় কি জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : কঠিন লড়াই করেছিলেন, কিন্তু তারপরেও শেষরক্ষা হল না বালাসোরের সেই নির্যাতিতা ছাত্রীর। গতকাল রাত্রি প্রায় ১১টা ৪৫মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ঘটনায় তীব্র শোকপ্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। এক টুইট বার্তায় তিনি জানান,''এফ.এম.অটোনোমাস কলেজের নির্যাতিতা ছাত্রীটির মৃত্যুর খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। সরকারের পক্ষ থেকে সমস্ত দায়িত্ব পালন করার পর এবং অভিজ্ঞ চিকিৎসক দলের আপ্রাণ চেষ্টার পরেও আমরা তাঁকে বাঁচাতে পারিনি। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি এবং প্রার্থনা করি প্রভু জগন্নাথ যেন তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন। আমি ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সবচেয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার শোকাহত পরিবারের পাশে আছে।"  

Mohan Charan Majhiq1.jpg