New Update
/anm-bengali/media/media_files/NqQ5sFuLj0Xx5Bof5w9d.webp)
নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের ফলাফলে বিজেপির পতনের পর আরএসএস প্রধান মোহন ভগবৎ মন্তব্য করেন, প্রকৃত সেবক তিনিই যিনি সম্মানের সঙ্গে মানুষের সেবা করেন৷ আরএসএস প্রধানের এই মন্তব্যে জোর জল্পনা শুরু হয়ে যায়৷ এবার আগামিকাল অর্থাৎ শনিবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর প্রথম মোহন ভগবতের সঙ্গে বৈঠক করবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহল এবং বিজেপির অন্দরেও প্রবল আলোচনা চলছে৷
/anm-bengali/media/post_attachments/ae52ad9f7d74049d00f1d1184b5736f817a1434a00ca077e36af289ccc92b3c7.jpeg?w=414)
২০১৯ সালে উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা ছিল ৬২ আর এবার তা নেমে দাঁড়িয়েছে ৩৩-এ৷ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট পেয়েছে ৪৩টি আসন৷
/anm-bengali/media/post_attachments/1d5d54467cf1a54063eedc2db3d9307541544ac2a8e7795b9cdd20dbaea09cdf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us