/anm-bengali/media/media_files/xwI4felQsjfycdgL0d3Z.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃচার বছর আগের বদলা পূরণ করে ফাইনালে উঠল ভারত। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের ক্ষততে মলম দিল ভারত। এদিন নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। এদিনের ম্যাচে সাত উইকেট নিয়ে নজির গড়লেন শামি।
#WATCH | Moradabad: On India's win over New Zealand in 1 Semi-Final of the ICC Cricket World Cup, Mohammed Shami's coach Mohamed Badrudeen says "It is a moment of joy for all of us that India has reached the Finals. Virat Kohli has played exceptionally well throughout the… pic.twitter.com/DTToxdDzek
— ANI (@ANI) November 15, 2023
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের বিষয়ে মহম্মদ শামির কোচ মহম্মদ বদরুদ্দীন বলেছেন, 'ভারত ফাইনালে পৌঁছানো আমাদের সবার জন্য আনন্দের মুহূর্ত। বিরাট কোহলি পুরো টুর্নামেন্ট জুড়েই অসাধারণ খেলেছেন। ৫০ সেঞ্চুরি করা কারো পক্ষেই সম্ভব নয়। টুর্নামেন্টে শামি ভালো খেলছে। আমরা সবাই চাই ভারত ফাইনাল জিতুক।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us