'মহব্বত কি দুকান' নাকি 'ধমকি কি দুকান'? বড় প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা

কংগ্রেসকে একহাত নিলেন বিজেপিনেতা। কমলনাথকে নিয়ে চড়ালেন সুর।

author-image
Pallabi Sanyal
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : কমলনাথের হুমকি! আসরে বিজেপি নেতা। কংগ্রেসের বিরুদ্ধে কড়া সমালোচনা বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার। তিনি বলেন, "কংগ্রেস দলের  'মহব্বত কি দুকান' নাকি 'ধমকি কি দুকান'? এই প্রথম নয়, এর আগেও বহুবার কমল নাথ মঞ্চ থেকে অফিসারদের হুমকি দিয়েছেন। এটি দেখায় যে কংগ্রেস দলে কতটা অহংকার আছে। ক্ষমতায় না থেকেও তাদের এই ধরনের আচরণ, তাই একবার ভাবুন তারা ক্ষমতায় এলে কী করবেন? নির্বাচন কমিশনের উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া।"