নিজস্ব সংবাদদাতা: গতকাল মোদি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা বান্দি সঞ্জয়। সেই মুহুর্ত নিয়ে এদিন নব্য প্রতিমন্ত্রী বলেন, “আমি একজন সাধারণ দলের কর্মী। একজন কর্পোরেটর থেকে একজন সাংসদ পর্যন্ত, জনগণ আমাকে অনেক দায়িত্ব দিয়েছে। আগামী দিনে আমি আমার করিমনগরের ও তেলেঙ্গানার উন্নয়নের পরিকল্পনা অনুযায়ী কাজ করব। মোদীজি আমাকে যে পোর্টফোলিও দেন না কেন আমি কাজ করতে প্রস্তুত। আমি সব দল এবং তাদের সাংসদদের অনুরোধ করছি তেলেঙ্গানার উন্নয়নে কাজ করার জন্য”।
/anm-bengali/media/media_files/QweWtI68b1kR1Gt3LTAv.JPG)
/anm-bengali/media/media_files/SBEosyddUxxe9bBqpwSW.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)