ভোটের পরই কংগ্রেস যা করবে, সবকিছু প্রকাশ্যে নিয়ে এলেন মোদি

'কংগ্রেস নির্বাচনের আগে তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
congress

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর প্রদেশের হামিরপুরে একটি জনসভা থেকে এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, “কংগ্রেস নির্বাচনের আগে তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দিয়েছে, তারা বলেছে যে তারা প্রত্যেকের সম্পদের তদন্ত করবে এবং তারপরে আপনার সম্পদের একটি অংশ 'লাভ জিহাদ' লোকেদের দিয়ে দেবে। আপনি কি কোনো সরকারকে আপনার সম্পদ ছিনিয়ে নিতে দেবেন? কংগ্রেস তার নির্বাচনী ইস্তেহারে বলেছে যে আপনার কাছে কত জমি আছে, আপনার বাড়ি কত বড়, তার যাবতীয় তথ্য আপনাদের কাছ থেকে এক্স-রে করে সব বার করে নেবে। এরকম সরকারকে কি আনবেন নিজেদের মূল্যবান ভোট দিয়ে?”

ল্মন

rahul gandhi uu1.jpg

Add 1