মোদীর পর এবার যোগী, ২০২৬-এর বিধানসভায় লক্ষ্যভেদ করতে মরিয়া প্রস্তুতি শুরু বঙ্গ বিজেপির

রাজ্য বিজেপির জনসংযোগ কর্মসূচিতেও অংশ নিতে পারেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi yogi shah.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলায় আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি—দুই শিবিরই ময়দানে নেমে পড়েছে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে। একদিকে বাঙালি অস্মিতা-কে সামনে রেখে তৃণমূল পথে নামলেও, অন্যদিকে পালটা বাংলার উন্নয়নের গতি থেমে আছে বলে অভিযোগ তুলে তৃণমূল সরকারকে আক্রমণ করেছে বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সভা থেকে বাংলায় পরিবর্তনের বার্তা আসার ২৪ ঘণ্টার মধ্যেই এবার রাজ্যে যোগী আদিত্যনাথের সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, ২৪ জুলাই তিনি জঙ্গলমহলে একটি জনসভায় ভাষণ দেবেন এবং রাজ্য বিজেপির জনসংযোগ কর্মসূচিতেও অংশ নিতে পারেন।

yogi

রাজনৈতিক মহলের একাংশের মত, নিজের একাধিক মন্তব্যে একদিকে যেমন তৃণমূলের ‘বাঙালিয়ানার’ প্রচারকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মোদী, তেমনই বাংলায় ‘ডবল ইঞ্জিন সরকার’-এর বার্তাও তুলে ধরেছেন। তাই এবার সেই আগুনে হাওয়া দিতেই আসছেন যোগী আদিত্যনাথ। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জঙ্গলমহলে আগমন নিছকই প্রচার নয়। এতে বিজেপি হিন্দু ভোটব্যাঙ্ক সংহত করার কৌশল প্রয়োগ করতে পারে বলেই অনেকে মনে করছেন।