New Update
/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা: পহেলগাম জঙ্গি হামলা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছিলেন ভোজপুুরি গায়িকা নেহা সিং রাঠোর। পহেলগামে হামলার ঘটনা নিয়ে প্রচার করে আসন্ন বিহার নির্বাচনে মোদী ভোট চাইবেন বলে দাবি করেছিলেন নেহা। পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর প্রসঙ্গ টেনেও মোদীকে আক্রমণ করেন নেহা। তাঁর ওই ভিডিয়ো পোস্ট পাকিস্তানের একটি X হ্যান্ডল শেয়ার করে ভারত সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। ওই ঘটনার পরে লখনৌ-এ নেহার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। নেহার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।।
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us